দিনের প্রথম ম্যাচে টেক্সটাইল বিডির বিপক্ষে ব্যাট করতে নামে লিটেল এঞ্জে’লস টিম।নির্ধারিত ১০ ওভারে টেক্সটাইল বিডি কে ১০২ রান এর টার্গেট দেয় লিটেল এঞ্জে’লস টিম।
জবাবে টেক্সটাইল বিডি ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি ভালো হলেও মিডল অর্ডারে রান্না তুলতে না পাড়ায় লিটেল এঞ্জে’লস টিম এর কাছে হেরে যায় টুর্নামেন্টের অন্যতম কঠিন টিম টেক্সটাইল বিডি। আজকের জয়ে টুর্নামেন্টের প্লেট ফাইনালে লিটেল এঞ্জে’লস টিম।
অলরাউন্ডিং পারফরম্যান্স এ ম্যান অফ দ্যা ম্যাচ রানা এবং সেরা ফিল্ডার শাহ্ ফয়সাল রিংকু।