প্রেমের টানে ঘরছাড়া! জীবনে তো এমন অনেক ঘট’নাই দেখেছেন কিন্তু এমনটা কি কখনো আপনার চোখে পড়েছে যে সবে মাত্র চতুর্থ শ্রেণীতে পা রেখেছে আর তাতেই ঘরছাড়া! হ্যাঁ ঠিক এমনই একটি ঘ’টনার সূত্রপাত সাম্প্রতিক একটি গ্রামে।
অবুঝ প্রেমের ফাঁ’দে আবেগের মু’হে পরে দুর্লভ কান্ড! মাত্র ১১ বছরের মেয়ে বিজলি বাবা রিক্সা চালক, প্রেমের টানে ঘরছাড়া হেমায়েতপুরের আশিকের সাথে! এই বয়সে এমন কিছু যেনো কল্পনাকেও হার মানায়!
ছেলে মেয়ে দু’জনকে একটি কক্ষে নিয়ে মেয়ের বড় ভাইকে সামনে রেখে প্রশাসনের একজন কর্মকর্তা তাদের কিছু প্রশ্ন করে এবং বুঝিয়ে বলে যেনো এমনটা আর কখনো না করে।
আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই ছোট্ট বয়সে এসব ভাবা যায়? পরিবার যদি ছোট ছেলে-মেয়েদের ভালো শিক্ষা দেয় তাহলে এমন কিছু হয়তো ঘ’টে না।
প্রত্যেকটি পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, আপনার ছেলে-মেয়েকে আদর্শ শিক্ষা দিন, ধর্ম শিক্ষা দিন। তাহলে আর এমন কিছু ঘ’টবে না কখনো।